ইরানে দুর্নীতি এবং অব্যবস্থাপনার দায়ে বরখাস্ত হলেন শিল্পমন্ত্রী রেজা ফাতেমি আমিন। রোববার (৩০ এপ্রিল) তিনি পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হন। সেখানে তার বিরুদ্ধে ভোট পড়ে ২৭২টি, সমর্থনে ছিলেন ১৬২ জন পার্লামেন্ট সদস্য। খবর সংবাদ সংস্থা এপির।
বিরোধীদের অভিযোগ, খনি, বাণিজ্য এবং শিল্পমন্ত্রণালয় একযোগে সামাল দিতে ব্যর্থ ফাতেমি। বেড়েই চলেছে এসব খাতে পণ্যের দাম। যা সাধারণ মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে। অবশ্য ফাতেমি বলছেন, কখনওই দুর্নীতির সাথে জড়িত ছিলেন না তিনি।
এদিকে ফাতেমিকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালান খোদ প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। তিনি বলেন, কাজের ব্যাপারে খুবই দায়িত্বশীল ফাতেমি। তাকে পুনরায় সুযোগ দেয়া হোক। তবে পার্লামেন্টে তার বিরুদ্ধে বেশি ভোট পড়ায় দায়িত্ব থেকে সরতেই হলো ফাতেমিকে।
এর আগে ২০২২ সালেও ফাতেমির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলা হয়। সেসময় স্বল্প ভোটের ব্যবধানে পদচ্যুতি এড়াতে পারেন এই রাজনীতিক। গত দু’বছরে রঈসি সরকারের মন্ত্রিসভায় এ নিয়ে এলো ষষ্ঠবারের মতো ধাক্কা।
এসজেড/
Leave a reply