জাতীয় দলের সাথে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে তিনি যুক্ত থাকবেন বিসিবির অন্যান্য প্রোগ্রামে, যেখানে তরুণ ক্রিকেটারদের দেখভাল করার অধিকতর সুযোগ পাওয়া যায়।
নিজের ফেসবুক পেজে সোমবার (১ মে) একটি পোস্ট করে এ তথ্য জানান জেমি সিডন্স। পোস্টে তিনি বলেন, ছোট্ট একটি বিরতির পর ঢাকায় ফিরলাম। জাতীয় দলের হয়ে আর কাজ করবো না। কারণ আমি বুঝতে পেরেছি যে, বিসিবির হয়ে আমার সর্বোত্তম কাজ হবে দলের বাইরে যারা আছে তাদের উন্নতির চেষ্টা করা। সেই সাথে, তরুণ খেলোয়াড়দের দেখভাল করা ও তাদের প্রস্তুতিতে সহায়তার মাধ্যমে পরবর্তী ধাপে উন্নীত করাই হবে আমার জন্য উপযুক্ত কাজ। তরুণ ক্রিকেটারদের স্কিল বাড়াতে সহায়তা করার কাজটিই আমি ভালোবাসি। তাই বিসিবি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
সিডন্স তার পোস্টে আরও বলেন, জাতীয় দলের হয়ে কাজ করা নিঃসন্দেহে গৌরবের এবং আমি সেটা ভালোবাসি। তবে, স্কিল বাড়ানোর কাজ মূলত হয়ে থাকে মিরপুরের নেটে, প্রচণ্ড গরমে। আমি তাই ভবিষ্যতের ক্রিকেটারদের সাথে কাজ করতে মুখিয়ে আছি।
আরও পড়ুন: ইংল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে: রাব্বি
/এম ই
Leave a reply