রাজধানীতে যাচ্ছিল রাসায়নিক মিশ্রিত সাতক্ষীরার আম, ধ্বংস করল প্রশাসন

|

কার্বাইড মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করে বিনষ্ট করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্বাইড মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে প্রশাসন। সোমবার (১ মে) বেলা ১২টার দিকে দেবহাটা ফুটবল মাঠে এসব আম বিনষ্ট করা হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনাফার আশায় অপরিপক্ব আমে রাসায়নিক কার্বাইড মিশিয়ে রাজধানীতে পাঠাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে রাসায়নিক মিশ্রিত ৭ টন আমসহ একটি ট্রাক জব্দ করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, জব্দ করা আমগুলো সব গোবিন্দভোগ ও হিমসাগর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব আম নষ্ট করা হয়েছে। এছাড়া অভিযান অব্যাহত আছে। ভোক্তাদের অনুরোধ করবো নির্ধারিত সময়ের আগে যেন কেউ বাজার থেকে এই অপরিপক্ব আম কিনে প্রতারিত না হন। আগামী ১২ মে থেকে গোবিন্দভোগসহ স্থানীয় জাতের আম ও ২৫ মে থেকে হিমসাগর আম গাছ থেকে সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply