শহীদ মিনারে বাঁশ রাখায় আওয়ামী লীগ নেত্রীকে জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের সখীপুরে শহীদ মিনার ও আশপাশে বাঁশ রাখার দায়ে আওয়ামী লীগ নেত্রীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত রওশন আরা রিতা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এই অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে পরবর্তী সাতদিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কারণে (২৯ এপ্রিল) বৈশাখী মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এদিকে বৈশাখী মেলা বন্ধ হলেও স্টলে ব্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখা হয়। মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা বলেন, উপজেলার মাঠে সাতদিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply