রুশ-ইউক্রেন যুদ্ধে গত ৫ মাসে বাখমুতের লড়াইক্ষেত্রে মৃত্যু হয়েছে রুশ বাহিনীর ২০ হাজার সেনা সদস্যের, আহত হয়েছে ৮০ হাজারেরও বেশি। এমন দাবি করেছে একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, নিহত সেনা সদস্যদের অর্ধেকেরও বেশি রুশ সমর্থিত ওয়াগনার গ্রুপের যোদ্ধা। খবর বিবিসির।
সোমবার (১ মে) মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানান। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে নতুন প্রতিবেদন। ফ্রন্টলাইনে রাশিয়া পিছিয়ে পড়েছে বলেও দাবি করেন কিরবি। তবে ইউক্রেনের হতাহতের বিষয়ে কিছু জানাননি। নিজের বক্তব্যে রাশিয়াকে আগ্রাসী হিসেবে আখ্যা দেন তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
কৌশলগত গুরুত্বপূর্ণ বাখমুতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। অঞ্চলটির বড় অংশ দখলে নেয়ার দাবি করছে মস্কো। সমানে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনও।
এসজেড/
Leave a reply