মে দিবসে ফ্রান্সে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আহত শতাধিক

|

ফ্রান্সে মে দিবসে পেনশন সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত শতাধিক পুলিশ সদস্য।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মে দিবসকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বেশিরভাগ বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে সমাবেশ করলেও, কিছু উগ্রপন্থী পেট্রোলবোমা ছোড়ে। আগুন লাগিয়ে দেয় সড়কে থাকা যানবাহনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয় সেসময়। সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা জানা যায়নি। এদিন, বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply