পশ্চিমবঙ্গে এবারের গরমের ছুটিতে জমজমাট টালিউড ইন্ডাস্ট্রি। মে মাস জুড়ে মুক্তি পেতে যাচ্ছে একগুচ্ছ নতুন বাংলা সিনেমা। আসছে ঋতাভরীর ‘ফাটাফাটি’ থেকে ‘নন্টে ফন্টে’, ‘টেনিদা’র মতো সিনেমা। কোনোটায় আছে সামাজিক বার্তা, কোনটা আবার ছোটদের কমিক্স।
চলতি মে মাসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে উঠতে চলেছে ঝড়। একসাথে একাধিক সিনেমা পর পর রিলিজ হতে চলেছে রূপালি পর্দায়। প্রেক্ষাগৃহে দাপট দেখাবে নানা স্বাদের তারকাখচিত একাধিক বাংলা সিনেমা। তালিকায় আছেন ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যর মতো তারকারা।
গত মঙ্গলবার (২ মে) কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনের ঠিক পরপরই মুক্তি পেতে চলেছে তার অনন্য সৃষ্টি ‘মাস্টার অংশুমান’। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে মাসের প্রথম শুক্রবার (৫ মে)। একইদিনে আসছে ‘ঘাসজমি’ নামের আরেকটি সিনেমা। এ সিনেমায় কোনো স্টার কাস্ট না থাকলেও এরইমধ্যে ১০০টির বেশি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি।
এদিকে, আগামী ১২ মে মুক্তি পাবে ‘ফাটাফাটি’। ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এ সিনেমায় বলা হবে এক প্লাস সাইজ মডেলের গল্প। যা বার্তা দেবে- মডেলিং, সাজ কেবলই ছিপছিপে রোগা গড়নের মেয়েদের জন্য নয়। সিনেমাটির পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়।
আগামী ১৯ মে মুক্তি পাবে ‘নন্টে ফন্টে’। ছোটদের কমিকস বইয়ের কার্টুন চরিত্ররা উঠে আসবে এবার বড়পর্দায়। এদিনই, মুক্তি পাচ্ছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। যেখানে নাম ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে। সায়ন্তন ঘোষাল পরিচালিত এ সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন গৌরব চক্রবর্তী ও সৌরভ সাহা।
আগামী ২৫ মে মুক্তি পেতে চলেছে ‘আবার বিবাহ অভিযান’। বিবাহ অভিযানের দুর্দান্ত সাফল্যের পর এ সিনেমার সিক্যুয়েল ফিরছে এবার। মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার ও নুসরাত ফারিয়াকে।
মে মাসেই মুক্তি পাচ্ছে ‘মহানগরের থেকে দূরে’ নামের একটি সিনেমা। যার প্রধান চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ঘোষ এবং জয় সেনগুপ্তকে। রবি ঠাকুরের স্ত্রীর চিঠি অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এ সিনেমায় ফুটে উঠবে ত্রিভুজ প্রেমের গল্প। সব মিলিয়ে এবারের মে মাসে বেশ জমজমাট টালিউড ইন্ডাস্ট্রি। তবে শেষ পর্যন্ত দর্শকের মন জয় করবে কে? জানতে হলে থাকতে হবে অপেক্ষায়।
/এসএইচ
Leave a reply