সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। এর আগের দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের।

বুধবার (৩ মে) করাচি জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বিকেল সাড়ে চারটায়। প্রথম দুই ম্যাচে টস হারলেও এদিন টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক।

অন্যদিকে দলের বেশিরভাগ খেলোয়াড় আইপিএল খেলতে যাওয়ায় পূর্ণ শক্তির দল ছাড়াই খেলতে হচ্ছে নিউজিল্যান্ডকে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই টম ল্যাথামের দলের। তাই কিউই অধিনায়ক নিশ্চিতভাবেই এই ম্যাচ জিততে চাইবেন।

আগের দুই দেখায় রাওয়ালপিন্ডিতে ফখর জামানের শতকে জয় পেয়েছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন পাকিস্তানি এই  ওপেনার। সেঞ্চুরি করার পাশাপাশি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডও নিজের করে নেন তিনি। পাকিস্তানের হয়ে দ্রুততম ওয়ানডেতে ৩০০০ রানের রেকর্ড করেন ফখর। ৬৮ ইনিংসে এই রেকর্ড করেছিলেন বাবর। তার চেয়ে এক ইনিংস কম সময় নিয়েছেন ফখর।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়াং, টম ব্লাউন্ডেল, টম লাথাম (অধিনায়ক), ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি শিপলে, ইশ সৌধি, ম্যান হেনরি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply