সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়লো

|

ফাইল ছবি।

আবারও বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। তেলের এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল উৎপাদক সমিতি।

বৃহস্পতিবার (৪ মে) থেকেই বোতলজাত সয়াবিন তেলের এ নতুন দাম কার্যকর হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ভোজ্যতেল উৎপাদক সমিতি জানায়, গত বছরের ১৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রজ্ঞাপন জারি করে। তার মেয়াদ শেষ হয়েছে গত রোববার। এখন থেকে ভোজ্যতেলের কাঁচামালের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিয়ে পণ্য খালাস করতে হবে। সে হিসেবে কার্যকর হতে যাচ্ছে ভোজ্যতেলের বাড়তি দাম।

এরইমধ্যে বাজারে কমিয়ে দেয়া হয়েছে তেলের সরবরাহ। নতুন দামে আগের তেল বিক্রির জন্য অসাধু ব্যবসায়ীরা মজুদ করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply