শিশুদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন-এফটিসি। সাম্প্রতিক এক তদন্তের ভিত্তিতে, এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের তথ্য সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।
এফটিসির দাবি, যথাযথ প্যারেন্টাল গাইডেন্স অনুসরণ করছে না মেটার এ দুই সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুকের ব্যবহারকারীদের প্রাইভেসি মেইনটেনেন্স বেশ দুর্বল। ১৩ বছরের কম বয়সীরাও অনায়াসে ব্যবহার করতে পারে মেসেঞ্জার। তৃতীয় পক্ষের অ্যাপকে দেয়া হয় শিশুদের ব্যক্তিগত তথ্য, ওঠে এমন অভিযোগও।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
প্রাইভেসি ঠিকঠাক না করলে মেটাকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে জানায় এফটিসি। এছাড়া, ১৮ বছরের কম বয়সীদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শও দিয়েছে তারা।
প্রসঙ্গত, ২০১৮ সালে এফটিসির এক তদন্তে উঠে আসে, লাখ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকাকে দিয়েছে ফেসবুক। তবে, মেটার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই এমন অভিযোগ করছে কর্তৃপক্ষ।
/এসএইচ
Leave a reply