ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে আফিফ

|

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি অনানুষ্ঠানিক টেস্টের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। দলে আছেন নাঈম শেখ, জাকির হাসানরা।

ঘোষিত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ। বাংলাদেশ টেস্ট দলের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে নিয়ে স্কোয়াড হয়েছে আরও শক্তিশালী।

গত বছরের আগস্টে বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে। চারদিনের দুটি ম্যাচই ড্র হয়েছিল। ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

ফিরতি সফরে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু ১৬ মে। একই স্টেডিয়ামের আউটার মাঠে পরের ম্যাচটি হবে ২৩ মে।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান, রিপন মণ্ডল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply