রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

|

রূপপুর গ্রিন সিটিরআবাসিক ভবন। (ফাইল ছবি)

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে নির্মানাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রুশ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুলিশ সূত্রে জানা গেছে, অফিসের ডিউটি শেষে প্রতিদিনের মতো বুধবার (৩ মে) রাতেও নিজের ঘরে ঘুমাতে যান রিয়াবোভা গুলনারা। এরপর আর ঘর থেকে বের হননি তিনি। সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply