অনলাইনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে রাজধানী থেকে দুইজনকে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজধানীর বালুঘাট ও মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা পরীক্ষা চলাকালীন সময়ে ভুয়া প্রশ্নপত্র এডিটিং করে প্রতারণা করতো। প্রতারণার জন্য প্রথমে একাধিক ফেসবুক আইডি ও গ্রুপ খুলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে পোস্ট করতো।
পরে শিক্ষার্থীদের প্রশ্নপত্রের জন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠাতে বলতো চক্রটি। টাকা পেয়ে শিক্ষার্থীদের ব্লক করে দেয়া হতো বলে জানান তারা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আইপি এড্রেস ও ট্র্যাকিং নিরোধক ভিপিএন ব্যবহার করতো চক্রটি।
/এনএএস
Leave a reply