নদী বাঁচাতে সরকারের কোনো পরিকল্পনা নেই: ফখরুল

|

দেশের নদী বাঁচাতে সরকারের কোনো পরিকল্পনা নেই। দেয়া হচ্ছে না গুরুত্ব। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অনির্বাচিত সরকার বলেই দেশের পরিবেশ নিয়ে অবহেলা আওয়ামী লীগের।

শুক্রবার (৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম হাসনা জসীমউদদীন মওদুদ।

এ সময় বক্তারা বলেন, ভারত পানি প্রত্যাহার করায় একের পর এক নদী শুকিয়ে গেলেও বাংলাদেশ এ ব্যাপারে নীরব। গণতান্ত্রিক ধারায় ফিরতে পারলে নদী বাঁচাতে বিশ্ব দরবারে যাবেন বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কিছু দেশকে খুশি করতে নদী নিয়ে কথা বলছে না সরকার। এর ফলাফল অনেক খারাপ হবে বলে মন্তব্য করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply