সুদানে সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

|

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

সুদানের সংঘাতময় পরিস্থিতির জন্য যারা দায়ী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ মে) এ বিষয়ক এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।

এক বিবৃতিতে সংঘাতের জন্য দায়ী সুদানিজদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি।

জন কারবি বলেন, সুদান ইস্যুতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যার ধারাবাহিকতায়, দেশটির শান্তি-নিরাপত্তা-স্থিতিশীলতা নষ্টকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিবদমান পক্ষগুলো আন্তর্জাতিক মহলের প্রস্তাবে সায় দিচ্ছে না। বরং, সৃষ্টি করছে চরম মানবিক বিপর্যয়। এ অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। কারণ, সুদানের নাগরিকদের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। সংকট মোকাবেলায় তাই শক্ত পদক্ষেপ নিতে হলো মার্কিন প্রশাসনকে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহের সংঘাতে সুদানে প্রাণ হারিয়েছেন সাড়ে ৫শ’র বেশি মানুষ। আহত পাঁচ হাজারের কাছাকাছি। অবশ্য, পর্যবেক্ষকরা বলছেন- প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এরইমধ্যে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। তাছাড়া, সুদান ছেড়ে পালিয়েছেন এক লাখের বেশি মানুষ।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতার দখলের লড়াইয়ে লিপ্ত সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- আরএসএফ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply