তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সরে গেছে রেললাইনও

|

ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের পশ্চিমাঞ্চল। শুক্রবার (৫ মে) স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে ইশিকাওয়া অঞ্চলে অনুভূত হয় কম্পন। খবর রয়টার্সের।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর পশ্চিমে নোটো উপদ্বীপে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে গণমাধ্যম।

এদিকে, এই ভূমিকম্পের ফলে রেললাইন সরে যাওয়ার কারণে সাময়িকভাবে কিছু রুটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্বীপ এলাকায় উৎপত্তি হলেও ভূমিকম্পের কারণে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply