ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-কুমিল্লার দুই ঘণ্টার রাস্তার যাতায়াতে সময় লাগছে ৬-৭ ঘণ্টা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার ভোরে গোমতী সেতুর টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত এ যানজট দেখা যায়। গত মঙ্গলবার ভোর থেকে এ যানজট শুরু হয়।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক সপ্তাহে মামলার ভয়ে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে নামানো হয়নি। ওই সব গাড়ি এখন নেমেছে। এ ছাড়া কোরবানির গরুবাহী গাড়ির চাপও বেড়েছে।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply