আজ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

|

মহসিন উল হাকিম, লন্ডন (যুক্তরাজ্য) থেকে:

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শনিবার (০৬ মে) অভিষেক অনুষ্ঠানে মুকুট পরবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গেে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ওয়াশিংটন সফর শেষে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) রাতে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকেলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধিদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা ও রানির সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বাকিংহাম প্যালেসে সিংহাসন আরোহণপূর্ব এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে স্থানীয় সময় বেলা ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজে কমনওয়েলথ নেতাদের একটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্লবোরো হাউজের ডেলিগেটস লাউঞ্জে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন। পরে মার্লবোরো হাউজের বাগানে ফ্যামিলি ফটোসেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সফরে যান প্রধানমন্ত্রী। পরে ওয়াশিংটন সফর শেষে লন্ডন পৌঁছান তিনি।

পরপর তিন দেশ সফর শেষে লন্ডন থেকে আগামী ৯ মে সকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply