কেবল ঢাকার নয়, এশিয়ার প্রথম চিফ হিট অফিসার হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিযুক্ত হয়েছেন বুশরা আফরিন। তার আরেকটি পরিচয় হলো, তিনি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তাই এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে। অবশেষে মুখ খুলেছে বুশরাকে নিয়োগ দেয়া আন্তর্জাতিক সংস্থা আর্শট-রকফেলা।
মূলত এই প্রকল্পে বুশরাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আদ্রিয়েনে আর্শট-রকফেলার ফাউন্ডেশন এর রেজিলিয়েন্স সেন্টার। সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবী হিসাবে নিজের ব্যাপক পরিচিতি থাকলেও বাবা মেয়র এবং সেই সিটি করপোরেশনে তার চিফ হিট অফিসার নিয়োগ হওয়ায় প্রশ্ন উঠেছে, এই নিয়োগের পেছনে কোনো ধরনের স্বজনপ্রীতি কাজ করেছে কিনা।
এ নিয়ে ফাউন্ডেশনের মুখপাত্র জেরাল্ডিন হেনরিখ-ক্যোনিশ জানিয়েছেন, আর্শট-রক বুশরাকে তার শহর এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য চিফ হিট অফিসার হিসাবে নির্বাচিত করেছে, কারণ তার সম্প্রদায়ের স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতি তার অঙ্গীকার ভালোভাবেই নথিভুক্ত রয়েছে। পোশাক শিল্পের কারখানার মেঝেতে তাপ কমানোর প্রচেষ্টা, কর্মজীবী মায়েদের জন্য সহায়তা বৃদ্ধি, পশু কল্যাণ আইন (২০১৯) প্রণয়নে সহায়তায় স্থানীয় সরকারের সঙ্গে সহযোগিতার পাশাপাশি নির্বাহী ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণ এবং চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তিগত অভিজ্ঞতা রয়েছে বুশরার। ঢাকা উত্তর সিটির প্রচণ্ড উত্তাপের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় বুশরা পর্যাপ্ত পরিমাণে পারদর্শী।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
জেরাল্ডিন হেনরিখ-ক্যোনিশ আরও জানিয়েছেন, আর্শট-রক জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা নেতৃস্থানীয় জাতীয় এনজিও শক্তি ফাউন্ডেশনের সঙ্গেও অংশীদারিত্বে যাচ্ছে। বুশরা সেখানেই বসবেন এবং ঢাকা উত্তরে চরম তাপ সম্পর্কিত ঝুঁকি এবং প্রভাব মোকাবেলার লক্ষ্যে বহুমুখী অংশীদারিত্ব (পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, একাডেমিয়া, কমিউনিটি লিডার) বিকাশে আমাদের কাছ থেকে সমর্থন পাবেন।
প্রসঙ্গত, গত বুধবার (৩ মে) বুশরা আফরিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়। কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন বুশরা।
ঢাকা ছাড়াও যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে। এবার ঢাকায়ও এই পদে নিয়োগ করা হলো।
এসজেড/
Leave a reply