‘মেসিকে নিয়ে এখনই ভাবতে চাই না’

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির পরবর্তী ঠিকানার সম্ভাবনায় জোরেশোরে উঠে আসছে আল হিলালের নাম। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা মেসির বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ আল হিলাল কোচ রেমন দিয়াস। তিনি জানান, এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর বিষয়টি নিয়ে ভেবে দেখবে বোর্ড।

মেসির সৌদি আরব সফরে ছড়িয়েছিল গুঞ্জনের ডালপালা। চলতি মৌসুমের পর পিএসজির সাথে সম্পর্কের ইতি টানতে যাওয়াটাও হয়েছে পরিষ্কার। এমন পরিস্থিতিতে ফুটবল সংশ্লিষ্টরা দেখতে পেয়েছিলেন সৌদি ফুটবলে থিতু হওয়ার বিষয়টি। তবে আল হিলাল কোচ বলছেন ভিন্ন কথা।

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ফিরতি লেগের আগে সংবাদ সম্মেলনে আল হিলাল কোচ রেমন দিয়াস বলেন, মেসিকে নিয়ে এখনই ভাবতে চাচ্ছি না। আপাতত এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দিকে পুরো মনোযোগ দিতে চাই আমরা। এই আর্জেন্টাইনের বিষয়টি আমাদের মাথায় আছে। এ নিয়ে ক্লাবের পক্ষ থেকে পরে সিদ্ধান্ত জানানো হবে।

মেসিকে দলে টানার চেষ্টায় আছে যে কয়েকটি দল, তার মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে আছে আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে বছরে রেকর্ড ৪০ কোটি ডলার গুনতেও রাজি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply