নওগাঁর পতিসরে ৮ মে থেকে শুরু হচ্ছে রবীন্দ্র জন্মোৎসব

|

শফিক ছোটন, নওগাঁ:

২৫ বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী। বিশ্বকবির ১৬২তম জন্মোৎসবে এবার মূল আয়োজন হবে নওগাঁর পতিসরে। সোমবার (৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি উৎসব। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

পতিসর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় স্থানের একটি। তার সাহিত্যের বড় অংশ জুড়ে রয়েছে এখানকার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। ফলে ২৫ বৈশাখ এলেই কবির জন্মোৎসবে মুখর হয়ে উঠে কালীগ্রাম পরগনা।

সরেজমিন ঘুরে দেখা গেছে,১ এরইমধ্যে উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে সবখানে। নতুন করে সাজানো হয়েছে কাচারী প্রাঙ্গণ ও কবির স্মৃতি চিহ্নগুলো। প্রস্তুত করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ। আসতে শুরু করেছেন কবির ভক্ত অনুরাগীরা।

কাচারী বাড়ির আঙ্গিনায় বসবে তিন দিনের মূল আয়োজন। এছাড়াও স্থানীয়দের উদ্যোগে উৎসব চলবে আরও কয়েকদিন।

এবার মূল অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন। উৎসবের সকল প্রস্তুতি সম্পন্নের পাশাপাশি কাচারী বাড়ি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply