মুরগিকে সবুজ রং করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা, যুবক আটক

|

ছবি: প্রতীকী

একটি মুরগিকে সবুজ রং করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন এক ব্যক্তি। একটি অনলাইন শপে এই কাণ্ড ঘটান পাকিস্তানের এক ব্যক্তি। মুরগিটির দাম ধরা হয়েছে ৬ হাজার ৫০০ পাকিস্তানি রুপি। খবর স্টার্টাপ পাকিস্তানের

শনিবার (৬ মে) স্টার্টাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে পাকিস্তানের করাচিতে ধরা পড়েছেন ওই ব্যক্তি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ওএলএক্সে বিক্রেতা একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, টিয়া পাখিটি বিক্রির জন্যে। কথা বলে না তবে সকালে মুরগির মতো শব্দ করে ডাকে। আমি জানি না এটা সে কেন করে। শুধুমাত্র আগ্রহীরাই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। ওই ব্যক্তি দাবি করেন- এটি টিয়া পাখি, শব্দও করে টিয়া পাখির মতোই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply