বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ হতে পারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে!

|

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করেছে বিসিসিআই। সম্ভবত ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হবে এই মহারণ। খবর হিন্দুস্তান টাইমসের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলায় মানুষের সর্বাধিক আগ্রহ থাকায় তাদের ম্যাচ আহমেদাবাদে আয়োজন করতে চায় আইসিসি। লাখের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ওই মাঠে সংস্থাটি এই ম্যাচের অধিক মুনাফা তুলতে চায়। ইতোমধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে তারা ফাইনালের জন্যও বেছে নিয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর অক্টোবর-নভেম্বরে হতে চলা ওডিআই বিশ্বকাপে হাইপ্রোফাইল ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের দায়িত্ব সম্ভবত পেতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামই। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আহমেদাবাদে ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিতে চলেছে। চলমান আইপিএলের পরই বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা হতে পারে।

তবে এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ চলতে পারে বলে শোনা যাচ্ছে। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের ১২টি শহরে। টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০ দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply