ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখতে রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে উড়ছে ম্যানসিটির জয়ের ঝান্ডা। সিটিজেনদের রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। সবশেষ ১৯ ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার শিষ্যরা।
নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিডস ইউনাইটেডকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (৬ মে) রাত ৮ টায়। নিজেদের মাঠে জয় তুলে নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে চায় সিটিজেনরা।
এ ম্যাচেও আর্লিং হাল্যান্ডকে ঘিরেই আক্রমণের ছক আঁকবেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে সিটিজেনদের জার্সিতে উড়ন্ত ফর্মে আছেন এই নরওয়েজিয়ান ফুটবলার। ৩৫ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা তো বটেই প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন এই গোলমেশিন খ্যাত তারকা। তবে ৩০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামও ছাড় দিতে নারাজ। সিটিজেনদের হারিয়ে রেলিগেশন পাড় করাই এখন সফরকারীদের একমাত্র লক্ষ্য।
৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৮। শিরোপাভাগ্য অবশ্য থাকছে সিটিজেনদের হাতেই; এক ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৭৯। শিরোপার থেকে ১১ পয়েন্ট দূরে রয়েছে গার্দিওলা শিষ্যরা।
/আরআইএম
Leave a reply