ফিফার বিরুদ্ধে আপিল করেছেন সোহাগ

|

ছবি: সংগৃহীত

ফিফার দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গত ৫ মে সোহাগের পক্ষে তার আইনজীবী আন্তর্জাতিক ক্রীড়া আদলতে এই আপিল করেন।

আপিলটি করতে মোটা অঙ্কের কোর্ট ফিও জমা দিয়েছেন সোহাগ। সংবাদমাধ্যমে সোহাগের আইনজীবী জানিয়েছেন নিয়মানুযায়ী বিষয়টির শুনানি হবে। গত ১৪ এপ্রিল আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। এ সময় ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সোহাগকে ১২ লাখ টাকা জরিমানাও করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এক মাসের মধ্যে এই টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দেয় ফিফা। আর নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা দেয়ার ২১ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করতে হয়। নিয়ম মেনে শেষ পর্যন্ত আবেদন করেছেন আবু নাঈম সোহাগ। তবে তার নিষেধাজ্ঞার ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply