ইরান-সুইডেনের দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো তেহরান

|

ইরান-সুইডেনের দ্বৈত নাগরিক হাবিব ফারাজোল্লাহ্ শাবের মৃত্যুদণ্ড কার্যকর করলো তেহরান। শনিবার (৭ মে) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইরানের বিচার বিভাগের বক্তব্য, কঠোর ইসলামিক নীতিমালা ভঙ্গ করেছেন শাব। অভিযোগ ছিল সশস্ত্র সংগঠন ‘লিবারেশন অব আহওয়াজ’ এর সাথে ছিল যোগসাজশ। তারা জ্বালানি সমৃদ্ধ খুজেস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠায় তৎপর। সংগঠনটিকে অর্থ-অস্ত্র দিয়ে সহযোগিতা করে সুইডেন-ইসরায়েল ও আঞ্চলিক শক্তিগুলো, এমনটাও অভিযোগ ইরানের।

গেলো একদশকে সংগঠনটি বড়-বড় হামলার সাথে জড়িত ছিল। যেগুলোয় হতাহত হন সাড়ে চারশ’ মানুষ। যার মধ্যে অন্যতম ২০১৮ সালে সামরিক প্যারেডের বোমা বিস্ফোরণ। এতে প্রাণ হারিয়েছিলেন ২৫ সেনা সদস্য। ২০২২ সালে বিচার চলাকালে শাবকে মৃত্যুদণ্ড শোনান আদালত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply