পাহাড়সম লক্ষ্যে শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ

|

পচেফস্ট্রুমে টেস্টে টাইগারদের সামনে ৪২৪ রানের পাহাড়সহ টার্গেট ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পযর্ন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। এর আগে ৬ উইকেটে ২৪৭ রানে নিজেদের ২য় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

২ উইকেটে ৫৪ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নাম প্রোটিয়ারা। ক্রিজে ছিলেন আমলা ও বাভুমা। দিনের ৫ম ওভারেই ২৮ রান করা হাশিম আমলাকে ফেরান মোস্তাফিজ। এরপর বাভুমার সাথে মিলে অধিনায়ক ফাফ ডু প্লেসি গড়েন ১৪২ রানের ঝড়ো জুটি। ফিফটির দেখা পাওয়া এ দুজনকেই শিকার বানান মমিনুল হক। আগের ২৩ টেস্টে মাত্র ১ উইকেট পাওয়া মমিনুল এদিন ক্যারিয়ার সেরা ৩ উইকেট নেন মাত্র ২৭ রানে।

৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২৪৭ রান জমা করে চা বিরতির পরপরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ৪২৪ রানের বিশাল লক্ষ্যে মরকেলের ১ম ওভারেই তামিম ও মুমিনুলকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকও বোল্ড হয়ে বেঁচে যান নো বলের কল্যাণে। তবে, ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply