রাজার অভিষেকের পর উৎসবমুখর ব্রিটেন, লন্ডনজুড়ে পালিত হবে নানা আয়োজন

|

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পর উৎসবের আমেজ চলছে যুক্তরাজ্যজুড়ে। রোববার (৭ মে) লন্ডনজুড়ে স্ট্রিট পার্টি, মধ্যাহ্নভোজ, কনসার্টে অংশ নেবেন হাজারো বাসিন্দা। খবর দ্য টেলিগ্রাফের।

এদিন উইন্ডসর ক্যাসেলেও কনসার্ট আয়োজন করা হবে। এতে অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা। কেটি পেরি, লিওনেল রিচি, পালোমা ফেইথের মতো জনপ্রিয় তারকাদের পরিবেশনা উপভোগ করবেন তারা। থাকবে বিশাল অর্কেস্ট্রা প্লে’র আয়োজনও।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কনসার্টের পাশাপাশি উইন্ডসর ক্যাসেলে মধ্যাহ্নভোজে অংশ নেবে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। এদিন রাজকীয় আয়োজনের পাশাপাশি কমিউনিটির নানা আয়োজনেও অংশ নেবেন তারা। সাক্ষাৎ করবেন সাধারণ মানুষের সাথে।

এর আগে, শনিবার (৫ মে) যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। শপথ শেষে তার মাথায় ঐতিহাসিক সেই রাজমুকুট পরিয়ে দেয়া হয়। রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply