আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের অস্তিত্বের জন্য। এ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (৮ মে) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। দাবি করেন, দেশের এমপি-মন্ত্রী-আমলারা ডলার পাচার করেছে। তাই রিজার্ভ ফুরিয়ে এসেছে। অনিয়ম করলে কোনো ব্যবস্থা না নেয়ার কারণেই এমন হয়েছে। এর দায় নিয়ে সরকারকে সরে যাওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, দেশের অর্থনীতি টিকে আছে প্রবাসীর রেমিট্যান্সের ওপর। কিন্তু বিমানবন্দরে এলে প্রবাসীদের সঙ্গে যেসব ব্যবহার করা হয় তা খুবই আপত্তিজনক।
গণতন্ত্র মঞ্চ ছেড়ে যাওয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, জোট থেকে চলে এলেও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের অংশগ্রহণ থাকবে। অবৈধ সরকার হটানোর যুদ্ধ থেকে আমরা বেরিয়ে আসিনি।
/এমএন
Leave a reply