চলতি বছর সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা এপি। সোমবার (৮ মে) ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নাম। খবর এপি নিউজের।
ইউক্রেন যুদ্ধ নিয়ে কাভারেজের জন্য ‘জনসেবা ও ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ নামে দুই ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে এপি। এছাড়া রাশিয়ার আগ্রাসন নিয়ে খবর প্রচার করে আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। এ বছর সাংবাদিকতায় ১৫টি ক্যাটাগরিতে দেয়া হয় পুলিৎজার সম্মাননা। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পাবে ১৫ হাজার ডলার করে।
প্রসঙ্গত, সাংবাদিকতা, সাহিত্য, সংগীত এবং নাটকে বিশেষ অবদানের জন্য ১৯১৭ সাল থেকে দেয়া হচ্ছে পুলিৎজার পুরস্কার।
এএআর/
Leave a reply