কঙ্গোয় ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়ালো ৪০০

|

কঙ্গোয় ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪শ’ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা। তবে, রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় প্রত্যন্ত অনেক এলাকাতেই এখনো পৌঁছায়নি সহায়তা। বৈরি আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় কঙ্গোর সাউথ কিভুসহ আশপাশের বিশাল এলাকায়। বিধ্বস্ত হয় শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট। এদিকে, চলতি মাসের শেষ নাগাদ ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply