সমরেশ মজুমদারের মরদেহকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

|

দুই বাংলার নন্দিত কথা-সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লেখক-পাঠক সমাজে। লেখককে শেষ মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সাধারণ মানুষ। খবর এবিপি আনন্দ’র।

সমরেশ মজুমদারের পরিবার জানায়, মঙ্গলবার (৯ মে) ভারতীয় সময় সকাল সোয়া ৮টায় হাসপাতাল থেকে উত্তর কলকাতার নিজ বাসভবনে আনা হয় সাহিত্যিক সমরেশ মজুমদারের মরদেহ। সকাল ১১টা পর্যন্ত বাড়িতেই রাখা হবে প্রয়াত সাহিত্যিকের শবদেহ। শোকস্তব্ধ কলকাতাবাসী জানাচ্ছেন শ্রদ্ধা।

এরইমধ্যে, পুষ্পস্তবক অর্পন করেছেন কলকাতার মেয়র এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি এবং দলনেতার পক্ষ থেকে পৃথকভাবে মাল্যদান করেন সমীক ভট্টাচার্য।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানা গেছে, সাড়ে ১১টায় শেষকৃত্যের জন্য সাহিত্যিকের মরদেহ নেয়া হবে নিমতলা মহাশ্মশানে। মৃত্যুকালে খ্যাতনামা এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর।

সমরেশ মজুমদার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply