জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

|

ফাইল ছবি।

নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৯ বছর পর লঙ্কানদের বিপক্ষে জয় এনে দেন টাইগ্রেস ক্যাপ্টেন।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। মাদাভির ৪৪ বলে ৪৯, আতাপাত্তুর ৩৮ আর নিলাক্ষির ২৯ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের ভালো পুঁজি পায় লঙ্কান মেয়েরা। বল হাতে ২০ রান দিয়ে দুই উইকেট তোলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর সোবহানা মোস্তারি ১৭ আর রিতু মনি ৩৩ রান করে ফেরেন। এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি। ৭টি চার আর ২টি ছয়ে ৫১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে মাত্র ১ বল বাকি থাকতে দলকে ৬ উইকেটের জয় এনে দেন তিনি। এই জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply