আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

|

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে।

বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে।

এদিকে, দেশের বাইরে খেলা হওয়ায় কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়ে স্কোয়াড সাজাতেন পারেন নির্বাচকরা। আর তাই মোস্তাফিজ ও হাসান মাহমুদের সঙ্গে একাদশে যুক্ত হতে পারেন এবাদত ও শরিফুল ইসলাম। তবে টিম ম্যানেজম্যান্টের চার পেসার খেলানোর পরিকল্পনা না থাকলে এবাদত কিংবা শরিফুল ইসলামের পরিবর্তে স্পিনার কোটায় জায়গা পেতে পারেন তাইজুল। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/রনি তালুকদার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম/তাইজুল ইসলাম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply