শান্ত-হৃদয়ের বিদায়ে ফের চাপে টাইগাররা

|

ছবি: সংগৃহীত

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলীয় ১২২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই আইরিশ পেসার জশুয়া লিটলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন ওপেনার লিটন দাশ। তবে আরেক ওপেনার তামিম ইকবাল উইকেটে কিছুটা সেট হলেও বিলিয়ে দেন নিজের উইকেট, আউট হন মার্ক অ্যাডেয়ারের বলে। ১৯ রান করেন তামিম। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন দুই ব্যাটার সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত।

আইরিশ পেসারদের সামনে দুইজনেই বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। তাদের দুইজনের ব্যাটে সাময়িক ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। তবে দলীয় ৫২ রানে সাকিব আউট হলে আবারও চাপে পড়ে সফরকারিরা। এরপর শান্ত এবং তাওহীদ হৃদয়ের ৫০ রানের জুটিতে বড় সংগ্রহে পথে ছুটতে থাকে টাইগাররা। এরপর ফের বিপদে পড়ে বাংলাদেশ।

২২তম ওভার করতে আসা কার্টিস ক্যাম্পারের মিডল স্টাম্পে করা লেংথ ডেলিভারি অন সাইডে বড় শট খেলার চেষ্টায় মার্ক অ্যাডায়ারের হাতে ধরা পড়েছেন শান্ত। ফিফটির সম্ভাবনা জাগিয়েও ৪৪ রানে থামেন তিনি।

ইনিংসের ২৭তম ওভার করতে আসা গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হন হৃদয়। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ লুফে নেন লরকান টাকার। ২ চারে ৩১ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন হৃদয়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply