জমকালো পার্টির পর কর্মী ছাঁটাই করে আলোচনায় মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা

|

প্রতীকী ছবি

জমকালো এক পার্টি আয়োজনের কয়েকদিন পরই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে আলোচনায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা বিশপ ফক্স। খবর স্টোরিপিকের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত মাসের শেষ দিকে ওই জমকালো পার্টির আয়োজন করা হয়। বিশপ ফক্সের অসংখ্য কর্মী ফেসবুক এবং টুইটারে ওই পার্টির ছবি পোস্ট করে চমৎকার সময় কাটানোর কথা জানান। তবে চলতি মাসের ২ তারিখ প্রতিষ্ঠানটির ৫০ কর্মীকে ছাঁটাই করা হয়। বর্তমানে বিশপ ফক্সে কর্মীর সংখ্যা ৩৫০ জন।

জাঁকজমকপূর্ণ সেই পার্টির পর বিশপ ফক্সের টুইট।

প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাওয়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply