ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
সকালে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমলেও এখনও ধীর গতিতে চলছে যানবাহন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা থেকে লতিফপুর পর্যন্ত ৩ কিলোমিটার অংশে গাড়ীর জট তৈরি হয়েছে। ট্রাক বিকল হওয়ায় এই দুর্ভোগ বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে বারোপাড়া পর্যন্ত ঢাকামুখি সড়কে ৬ কি.মি যানজট রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে বাড়িফেরা মানুষ ও পশুবাহি ট্রাকের কারণে মহাসড়কে চাপ বেড়েছে। যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক পুলিশ।
Leave a reply