রাশিয়ার উরাল পর্বতে ভয়াবহ দাবানল, প্রাণহানি বেড়ে ২১

|

ছবি : সংগৃহীত

রাশিয়ার উরাল পর্বতে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। মঙ্গলবার (৯ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।

মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রশাসনের। আশপাশের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েকশো মানুষ। এপ্রিলের শেষের দিকে রাশিয়ার কুরগান ও প্রতিবেশী তিয়ুমেন অঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। পার্বত্য অঞ্চলের বেশ কিছু জনবসতিতেও ছড়ায় আগুন। পুড়ে যায় বহু ঘরবাড়ি। অঞ্চলটিতে এই মৌসুমে দাবানল স্বাভাবিক হলেও পরপর বেশ কয়েকটি স্থানে ছড়ানোয় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তের জেরে, শনাক্ত করা হয়েছে ৪৬ সন্দেহভাজনকে। ৭টি অপরাধ বিষয়ক মামলাও হয়েছে। ২০২১ এর দাবানলে অঞ্চলটির ১ কোটি ৮৮ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply