ভারতে শ্বাশুড়িকে ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

|

ভারতের রাজধানী দিল্লিতে শ্বাশুড়িকে ফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। অভিযুক্ত বাঙালি গৃহবধূ শর্মিষ্ঠা সোম (৪৮) দিল্লির নেব সরাই এলাকার বাসিন্দা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কর্তৃপক্ষ বলছে, একব্যক্তি পুলিশকে ফোন করে জানায় যে তার বন্ধুর মা রান্নাঘরে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশ তখন নেব সরাইয়ের স্বস্তিক রেসিডেন্সির ওই ফ্ল্যাটে যায়।

এ ঘটনা ২৮ এপ্রিল ঘটললেও তা সম্প্রতি গণমাধ্যমে আসে। পুলিশ ওই ফ্ল্যাটের শোবার ঘর থেকে সিসিটিভি ক্যামেরা বাজেয়াপ্ত করে। কিন্তু তাতে মেমারি কার্ড ছিল না। অভিযুক্ত নারীর স্বামী সুরজিৎ পুলিশকে জানায়, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় কিছু রেকর্ড করা যায়নি।

নিহতের ছেলে সুরজিৎ পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড সরানোর কথা স্বীকার করেন। কারণ, তার স্ত্রী যখন ফ্রাই প্যান হাতে ফ্ল্যাটে ঢুকে শোবার ঘর থেকে শাশুড়িকে টেনে রান্নাঘরে নিয়ে যাচ্ছিলেন সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে। এতে বৃদ্ধার চিৎকারও শোনা যাচ্ছিল। ঘটনার সময় সুরজিৎ বা তার মেয়ে বাড়িতে ছিলেন না। সুরজিৎ পরে সিসিটিভি ফুটেজে ওই ঘটনা দেখতে পান।

অভিযুক্ত শর্মিষ্ঠার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply