সুদানে অবস্থানরত আরও ৫৫৫ বাংলাদেশিকে চারটি বিশেষ ফ্লাইটে জেদ্দায় নেয়া হচ্ছে। নিজেদের অর্থায়নে আজ (১০ মে) তিনটি ও আগামীকাল আরেকটি ফ্লাইটে তাদের জেদ্দায় নেয়া হবে।
বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, আগামীকাল বা পরশু নাগাদ এই বাংলাদেশিরা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
শাহরিয়ার আলম বলেন, তারা সবাই নিরাপদে আছেন। আমরা খার্তুমের সিডিএকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। প্রয়োজনীয় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। থাকার কষ্ট হচ্ছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি।
তিনি আরও বলেন, ৫৫৫ জন বাংলাদেশি পোর্ট সুদানে আছেন। তিনটি ফ্লাইটে আজ তারা জেদ্দায় চলে আসবেন। বাকিরা আগামীকাল চলে আসবেন আরেকটি ফ্লাইটে। আগামীকাল বা পরশু নাগাদ তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী
/এম ই
Leave a reply