ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে চোখ বেঁধে নির্যাতনের অভিযোগে ওসিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে থানায় নিয়ে গিয়ে চোখে কাপড় বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে সদর থানার ওসি কামাল হোসেনসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে ভুক্তভোগী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক বাদী হয়ে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন।

এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ পুলকের কাছ থেকে পুলিশের নির্যাতনের বিস্তারিত বর্ণনা শোনেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতনের ও চিকিৎসার তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার নির্দেশ দেন। সেই সাথে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনকে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়ে ঘটনার বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের জন্য জেলায় কর্মরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে স্থানীয় সাধারণ পাঠাগার মাঠে আলপনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের বৈশাখী মেলায় দোকান ঘর বরাদ্দ নিয়ে মেলা কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয় যুবলীগ ক্রীড়া সম্পাদক খালিদ সিরাজ রকির। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারমুখি পরিস্থিতি সৃষ্টি হলে মেলা কর্তৃপক্ষের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ সময় পুলিশ যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেয়ার চেষ্টা করলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। এ সময় ওসি কামাল হোসেনের সাথে পুলকের কথা কাটাকাটি হলে পুলককেও আটক করে থানা নিয়ে যাওয়া হয়। পরে তাকে চোখে গামছা বেঁধে ও হাতকড়া পরিয়ে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মারপিটের কারণে পুলকের একটি হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply