রাজধানীতে মধ্যরাতে মানববন্ধন করে সিটি করপোরেশনের গাছ কাটার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ধানমন্ডিতে গাছ কেটে সড়ক ও ফুটপাতের উন্নয়নের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বিশ্বের কোথাও উন্নয়নের জন্য কাছ কাটা হয় না। গাছ রেখে কীভাবে নগরের উন্নয়ন করা যায় সেজন্য অংশীজনের মতামত নেয়া হয়। কিন্তু ধানমন্ডিতে রাস্তা ও ফুটপাতের উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ নিয়ে আলোচনা করতে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে গেলেও তিনি কোনো আলোচনা করেননি বলেও অভিযোগ করেন বক্তারা। যে ৩৭টি গাছ এখনো আছে সেগুলো রক্ষা করতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ইউএইচ/
Leave a reply