গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ২৪

|

অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। এ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। যার মধ্যে রয়েছেন স্বাধীনতাকামী সংগঠন- ইসলামিক জিহাদ- পিআইজের শীর্ষ এক কমান্ডার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পিআইজে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের ওই হামলায় মিসাইল ইউনিটের প্রধান হাসান ঘালি মৃত্যুবরণ করেছেন। তিনি আবু মুহাম্মদ হিসেবেও পরিচিত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ইসরায়েলের সামরিক বিবৃতি অনুসারে, বুধবার রাতভর অবরুদ্ধ গাজা থেকে ৪৬০টি রকেট ছুড়েছে সশস্ত্র সংগঠনগুলো। যার পাল্টা জবাবে হামাস ও ইসলামিক জিহাদের ১৩০টি ঘাঁটি লক্ষ্য করে হামলায় চালায় ইহুদি সেনাবহর।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি, সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শেষ হয়নি।

এর আগে, মিসর জানিয়েছিল- অস্ত্রবিরতির প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু কোনোপক্ষ থেকেই সাড়া মেলেনি। প্রায় এক সপ্তাহ ধরে গাজায় সন্ত্রাসবাদ নির্মূলের অজুহাতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হতাহতদের বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply