রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে চরমপন্থী ‘নেপাল বাহিনীর’ সক্রিয় সদস্য মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহিনকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেপাল বাহিনীর অন্যতম সদস্য বাচ্চু সরদারসহ দু’জন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ শাহিন রাজবাড়ী সদরের খানগঞ্জ খোষবাড়ী গ্রামের আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি জানান, তার নেতৃত্বে কয়েকজন এসআইয়ের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদরের খানগঞ্জের খোষবাড়ীর জনৈক মো. শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসতবাড়িতে অভিযান চালিয়ে ব্রিটি শাহিনকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ সময় বাচ্চুসহ দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকদের সামনে ব্রিটিশ শাহিন স্বীকার করে সে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য। নেপালের অবর্তমানে তাহার ভাতিজা ছালাম সরদার গ্রুপটি পরিচালনা করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ইউএইচ/
Leave a reply