Site icon Jamuna Television

রুশ প্রভাব বলয় থেকে বেরোতে বিখ্যাত শহরের নাম বদল!

বিখ্যাত শহর ‘কালিনিনগ্রাদ’ এর নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। নতুন নাম হতে পারে ‘ক্রোলেজিস’। মূলত রাশিয়ার প্রভাব বলয় থেকে বেরোতেই এ উদ্যোগ। খবর রয়টার্সের।

বিবৃতিতে পোলিশ কর্তৃপক্ষ বলে, সাবেক সোভিয়েত ইউনিয়নের রাখা নামটি অঞ্চলের জন্য যুৎসই নয়। আর যেখানে প্রতিবেশী ইউক্রেনের ওপর প্রাণঘাতী আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, সেসময় নামটি পোল্যান্ডের জন্য বাড়তি বোঝা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বাল্টিক উপকূলের শহরটি লিথুনিয়া ও পোল্যান্ডের মধ্যে পড়েছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ‘কো-নেগজ-বাগ’ নামেই পরিচিত ছিল। যুদ্ধ জয়ের পর রাজনীতিক মিখাইল কালিনিনগ্রাদের সম্মানে রাখা হয় শহরটির নাম। কিন্তু ১৯৪০ সালে সোভিয়েত বাহিনীর গণহত্যার শিকার হন পোলিশ অফিসাররা। যা ইতিহাসের কলঙ্কময় অধ্যায়, এমনটাই বলছে পোল্যান্ড।

/এমএন

Exit mobile version