ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনায় প্রস্তুত করা হয়েছে ৬৪২টি আশ্রয়কেন্দ্র

|

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সকল দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন। এছাড়া গঠন করা হয়েছে ৪৯টি মেডিকেল টিম এবং ১৩টি কন্ট্রোলরুম।

এছাড়াও ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রায় ১৩ লাখ নগদ অর্থ, ২৯৪ মেট্রিক টন চাল এবং ১৪২ বান্ডিল ঢেউ টিন মজুদ করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply