২০২৩-২০২৪ অর্থ বছর: ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

|

আগামী অর্থবছর ২০২৩-২০২৪ এর জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় জনগণের অর্থ ব্যয়ে সতর্কতা ও কৃচ্ছতাসাধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, অহেতুক বিলাসী খরচ এবং বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে।

এনইসির সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা মিলবে। ৯৪ হাজার কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে পরিবহন খাতে। এর বাইরে বিদ্যুৎ ও জ্বালানিতে ৪৪ হাজার ৩৯৩ কোটি এবং শিক্ষায় ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প থাকছে ১ হাজার ৩০৯টি। ব্যয় বন্ধে সরকারের কোনো ইচ্ছা নেই বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply