এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষকের মৃত্যু

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মো. ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। ইব্রাহীম দুই সন্তানের জনক।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট-কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ তথ্য নিশ্চিত করে চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বলেন, আজ (১১ মে) এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply