‘ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে ১০-১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা’

|

ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’। বৃহস্পতিবার (১১ মে) রাতে আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপের ওপর দিয়ে ঘণ্টায় ১২০- ১৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার ও ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

একইভাবে কুতুবদিয়া, মহেশখালী দ্বীপের ওপর দিয়ে ১০০ থেকে ১৩০ কিলোমিটারের বাতাস বয়ে যাওয়ার ও ১০ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগের বাতাসের কারণে শরণার্থী শিবিরগুলোর ঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক বন্যা ও ভূমিধ্বসের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply