অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলা। শুক্রবার (১২ মে) পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
নিহতদের মধ্যে রয়েছেন স্বাধীনতাকামী সংগঠন পিআইজের রকেট ফোর্সের প্রধান ৬ সদস্য। এছাড়া ৬ শিশু এবং ৩ নারীও রয়েছেন নিহতের তালিকায়। আহত প্রায় একশো জনের কাছাকাছি।
এদিকে কয়েকশো রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে হামাস এবং পিআইজে। এতে বৃহস্পতিবার (১১ মে) প্রাণ হারিয়েছে এক বেসামরিক ইসরায়েলি।
তৃতীয় দিনের মতো মিসর অস্ত্র বিরতির আহ্বান জানালেও, তাতে সাড়া দেয়নি কোনো পক্ষ। উল্টো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, প্রতিরক্ষায় প্রস্তুত ইহুদি সেনাবাহিনী। যারাই হামলা চালাতে আসবে, হবে রক্তক্ষয়।
মঙ্গলবার (৯ মে) থেকে সন্ত্রাসবাদ নির্মূলের অজুহাতে অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
এএআর/
Leave a reply